নড়াইলের কদমতলায় বিএনপি কার্যালয় উদ্বোধন

এফএনএস (ফরহাদ ফেরদৌস; নড়াইল) : | প্রকাশ: ৩০ আগস্ট, ২০২৫, ০৬:১৩ পিএম
নড়াইলের কদমতলায় বিএনপি কার্যালয় উদ্বোধন

নড়াইলের কালিয়া উপজেলার পিরোলী ইউনিয়নের কদমতলায় বিএনপির অফিস উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বিএনপির উদ্যোগে শনিবার (৩০ আগস্ট) দুপুরে কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-যুক্তরাষ্ট্র টেক্সাস বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির।

কালিয়া উপজেলা বিএনপির সভাপতি সালামাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সরদার আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন-কালিয়া উপজেলা বিএনপির যুুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মিঠু, জেলা কৃষকদলের সাবেক সভাপতি এম রেজাউল ইসলাম, পিরোলী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলতাফ হোসেন আনসারী, যুগ্মসাধারণ সম্পাদক ও ৩নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, বিএনপি নেতা ইউপি সদস্য কাছেদ মোল্যা, আব্দুল্লাহ বিশ্বাস, যুবদল নেতা গোলাম মাশরুরসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 

বক্তারা বলেন, পিরোলী ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ড বিএনপির অফিস উদ্বোধনের ফলে সংগঠনের ঐক্য ও শক্তি আরো দৃঢ় হবে। এটি রাজনৈতিক কর্মকান্ডের পাশাপাশি জনসেবার কেন্দ্র হিসেবে কাজ করবে। তবে, দলে গ্রুপি সৃষ্টিকারীদের পরিণতি ভালো হবে না। নেতাকর্মীরা ইতোমধ্যে তাদের প্রত্যাখ্যান করেছে।

আপনার জেলার সংবাদ পড়তে