ফুলবাড়ীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালন

এফএনএস (ফুলবাড়ী, কুড়িগ্রাম) : | প্রকাশ: ৩০ আগস্ট, ২০২৫, ০৬:১৪ পিএম
ফুলবাড়ীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালন

কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯ তম মৃত্যুবার্ষিকী পালন করেছে ফুলবাড়ী সাহিত্য পরিষদ। এ উপলক্ষে ফুলবাড়ী মডেল প্রেস ক্লাব-এর শহীদ লুৎফর রহমান মিলনায়তনে শুক্রবার সন্ধ্যার পর আয়োজন করা হয় কবিতা পাঠের আসর, অলোচনা সভা ও দোয়া মাহফিলের। ফুলবাড়ী সাহিত্য পরিষদের সভাপতি সাংবাদিক ইউনুছ আলী আনন্দ এতে সভাপতিত্ব করেন।

বক্তব্য রাখেন ফুলবাড়ী সাহিত্য পরিষদের উপদেষ্টা চারণকবি আজিজুল হাকীম মন্ডল, সাংগঠনিক সম্পাদক কবি ও গল্পকার আব্দুল মান্নান আকন্দ, কবি ও লেখক সিরাজুল ইসলাম সীমান্ত, তরুণ কবি ও লেখক অপূর্ব বর্মণ, আবু মুসা প্রমূখ।

বক্তব্যে কবি ও লেখকরা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাংলা ভাষাভাষী কবি ও লেখকদের প্রেরণা। তিনি মুসলমান ও হিন্দু ধর্মালম্বীদের জন্যও অনেকটা প্রেরণা। পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য কাজী নজরুল ইসলামের মতো মনিষীদের প্রেরণ করেছেন সৃষ্টিকর্তা।

আলোচনা সভা শেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জান্নাত কামনা করাসহ পৃথিবীর সকল মরহুম কবি ও লেখকদের রুহের মাগফেরাত কামনা এবং বেঁচে থাকা সকল কবি ও লেখকদের দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দোয়া পরিচালনা করেন ফুলবাড়ী সাহিত্য পরিষদের উপদেষ্টা চারণকবি আজিজুল হাকীম মন্ডল।

আপনার জেলার সংবাদ পড়তে