সরকারিভাবে সাতটি ইউনিয়নে

তেঁতুলিয়ায় কৃষক সমিতির মাঝে বীজ বপন যন্ত্র বিতরণ

এফএনএস (এম এ বাসেত; তেঁতুলিয়া, পঞ্চগড়) : | প্রকাশ: ৩০ আগস্ট, ২০২৫, ০৭:০৪ পিএম
তেঁতুলিয়ায় কৃষক সমিতির মাঝে বীজ বপন যন্ত্র বিতরণ

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সরকারিভাবে সাতটি ইউনিয়নের কৃষক সমিতির মাঝে ধানের চারা ও বীজ বপন যন্ত্র ( রাইচ ট্রান্সপ্লান্টার মেশিন) সহ সরঞ্জাম বিতরণ করা হয়েছে। 

আজ শনিবার দুপুরে তেঁতুলিয়া উপজেলা কৃষি অফিস চত্বর থেকে রংপুর বিভাগ কৃষি ও গ্রামীন উন্নয়ন প্রকল্পের আওতায় ১০টি ধানের চারা ও বীজ বপন যন্ত্র ( রাইচ ট্রান্সপ্লান্টার মেশিন), টুল বক্স ও বীজতলার ট্রে সাতটি ইউনিয়নের রাডার ডিপি কৃষক সমিতিকে বিনামূল্যে প্রদান করা হয়েছে।  

বুড়াবুড়ি ভোয়ালগছ রাডার ডিপি কৃষক সমিতির  সদস্য শিমুল হোসেন, বাংলাবান্ধার ওয়াহেদুজ্জামান   শালবাহান জামুরীগুড়ির হরিষ চন্দ্র রায় জানান- আগে আমরা হাত দিয়ে রোপা লাগাতাম; এখন মেশিন দিয়ে রোপা লাগাতে পারব। এ যন্ত্রের মাধ্যমে আমরা (কৃষক) উন্নত প্রযুক্তির মাধ্যমে চাষাবাদ করতে পারব। 

তেঁতুলিয়া সদরের খালপাড়া রাডার ডিপি কৃষক সমিতির সভাপতি শিক্ষক মাসুদ আল করিম জানান- এ যন্ত্রের মাধ্যমে আমার সমিতির সদস্যরা কৃষি ক্ষেত্রে উন্নত প্রযুক্তি ও যান্ত্রিক যন্ত্রের ব্যবহার শিখবে এবং স্বল্প খরচে কৃষি চাষাবাদ করে লাভবান হবে। 

তেঁতুলিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ তামান্না ফেরদৌস বলেন, রংপুর বিভাগ কৃষি ও গ্রামীন উন্নয়ন প্রকল্প দেশের গ্রামীন কৃষিতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষি চাষাবাদ সমপ্রসারণের লক্ষ্যে উত্তরাঞ্চলে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে কৃষকদের কাছে গম ও ধান কাটা মেশিনের বেশ জনপ্রিয়তা লাভ করেছে। এখন ধানের চারা ও বীজ বপন যন্ত্র (রাইচ ট্রান্সপ্লান্টার মেশিন) সরবরাহ করছে গ্রামীন অঞ্চলের কৃষকদের আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে এবং প্রতিটি সমিতির ৩০ জন সদস্য উপকৃত হওয়ার পাশাপাশি ক্ষুদ্র উদ্যোগক্তা তৈরি হবে। 

বীজবপন যন্ত্র বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি সমপ্রসারণ অফিসার মো. জীবন ইসলাম সহ উপ-সহকারি কৃষি কর্মকর্তা এবং সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে