জাতীয় পার্টিকে (জাপা) আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। শনিবার বিকেলে রাজধানীর বিজয়নগরে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি তোলেন।
সংবাদ সম্মেলনে রাশেদ খান তিন দফা প্রস্তাব উত্থাপন করেন। এর মধ্যে রয়েছে-সাম্প্রতিক ঘটনায় তদন্ত কমিটি গঠন, নেতাকর্মীদের ওপর হামলার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, এবং নির্ধারিত সময়ের মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণা।
তিনি আরও বলেন, এই দাবিগুলো মেনে না নিলে গণঅধিকার পরিষদ আরও কঠোর কর্মসূচি গ্রহণ করবে।
রাজনৈতিক অঙ্গনে এই ঘোষণাকে ঘিরে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। পর্যবেক্ষকরা মনে করছেন, এ ধরনের আল্টিমেটাম আসন্ন রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তেজিত করতে পারে।
ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে রাজধানীর বিজয়নগর এলাকায় সড়কে বিক্ষোভ মিছিল করা হয়েছে। শনিবার বিকেল পৌনে ৪টার দিকে রাস্তায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।
তিন শতাধিক নেতাকর্মী বিজয়নগর এলাকায় জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
এর আগে দুপুর ৩টার দিকে জুলাই মঞ্চের ২০-২৫ জন নেতাকর্মী হুলিয়া মিছিল নিয়ে জাতীয় পার্টির কার্যালয়ের সামনের রাস্তা দিয়ে বিজয়নগর নাইটিঙ্গেল মোড়ে যান। তাদের ব্যানারে লেখা ছিল- ‘জাতীয় পার্টিসহ বাংলাদেশের সার্বভৌমত্বের শত্রুদের বিরুদ্ধে হুলিয়া মিছিল’।
জুলাই মঞ্চের নেতাকর্মীরা মিছিল থেকে ‘নূর ভাইয়ের ওপর হামলা কেন, প্রশাসন বিচার চাই’ স্লোগান দেন। এই মিছিল কেন্দ্র করে পুলিশকেও সতর্ক পাহারায় দেখা গেছে।
জানা গেছে, গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে মিছিল শুরু করে গণঅধিকার পরিষদ। মিছিলটি দলটির কার্যালয়ের সামনে থেকে শুরু হয়। বিজয়নগর মোড় থেকে মিছিলটি কাকরাইল-নয়াপল্টন মোড়ের দিকে যেতে থাকে। জাপা কার্যালয়ের সামনে আসলে মিছিলকারীদের সঙ্গে জাতীয় পার্টির কর্মীদের সংঘর্ষ হয়। এতে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ আহত হন। পরে এ ঘটনা নিয়ে মশাল মিছিল শুরু করে গণঅধিকার পরিষদ। এ সময় শতাধিক নেতাকর্মী জাপা কার্যালয়ে আগুন দিতে যান। ইট-পাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে তারা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় এক পুলিশ সদস্যের মাথায় ইট লেগে আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আসেন।
নুরুল হক নূরসহ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে আজ শনিবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে গণঅধিকার পরিষদ।