গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে লাঠিপেটা করে গুরুতর আহতের ঘটনায় যশোরের অভয়নগর উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে নিন্দা জানানো হয়েছে। একই সঙ্গে তার দ্রুত সুস্থতা কামনা করে বিবৃতি প্রদান করেছেন, অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল ও সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্যা সহ অন্যান্য নেতৃবন্দ।