জয়পুরহাটে গৃহবধূকে ধর্ষণ করতে গিয়ে গোপনাঙ্গ হারালেন যুবক

এফএনএস (নজরুল ইসলাম; জয়পুরহাট) : | প্রকাশ: ৩০ আগস্ট, ২০২৫, ০৭:১৬ পিএম
জয়পুরহাটে গৃহবধূকে ধর্ষণ করতে গিয়ে গোপনাঙ্গ হারালেন যুবক

জয়পুরহাটের কালাইয়ে এক গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ করতে গিয়ে গোপনাঙ্গ হারালেন মেজবাউল ইসলাম (৪০) নামে এক যুবক। সমভ্রমরক্ষার্থে ওই যুবকের গোপনাঙ্গ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে মোনাক্কা বেগম (২৮) নামের এক নারীর বিরুদ্ধে। মেজবাউল ইসলাম উপজেলার পুনট পূর্বপাড়া গ্রামের আলতাফ আলীর ছেলে। শুক্রবার (২৯ আগস্ট)  রাত ৮টায় ওই নারীর নিজ বাড়ির পরিত্যাক্ত ঘরে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, মেজবাউল ইসলামের সাথে দীর্ঘদিন ধরে প্রতিবেশী ওই গৃহবধূকে কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। শুক্রবার রাতে বাড়িতে একা পেয়ে তিনি জোরপূর্বক ওই গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করেন মেজবা। এসময় আত্মরক্ষায় গৃহবধূ ধারালো ব্লেড দিয়ে তার পুরুষাঙ্গ কর্তন করেন। ঘটনাস্থল থেকে মেজবাউল রক্তাক্ত অবস্থায় পালিয়ে গিয়ে আত্মচিৎকার করে। পরে আহত  মেজবাউলকে উদ্ধার করে পরিবারের লোকজন  বগুড়া শহীদ জিয়াউর রহমান  মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।  সেখানে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে গেছে।  আহত মেজবাউলের পরিবারের  অভিযোগ, পূর্বশত্রুতার জেরে ওই গৃহবধূ এ ঘটনা ঘটিয়েছেন। 

কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন  বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।  এ ঘটনায় এক গৃহবধূ মামলা দায়ের করেছেন। তবে এখন পর্যন্ত মেজবাউল বা তার পরিবারের পক্ষ থেকেও  অভিযোগ পাওয়া গেছে। তদন্ত চলছে।

আপনার জেলার সংবাদ পড়তে