গণ অধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূরের উপর হামলার প্রতিবাদে ঝিনাইদহের কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে । শনিবার বিকাল ৪ টায় গণ অধিকার পরিষদ কালীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় । প্রতিবাদ সভা পূর্ববর্তী বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে মেইন বাস স্টান্ডে এসে শেষ হয় ।
বিক্ষোভ মিছিল শেষে মেইন বাস স্টান্ডের ট্রাফিক সিগনাল পয়েন্টে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় । প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন , গণ অধিকার পরিষদ কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি সোলাইমান হোসেন , সাধারন সম্পাদক শিফাউর রহমান শিপন , জেলা গণ অধিকার পরিষদের সহ সভাপতি হাফেজ মো. ইব্রাহিম খলিল প্রমুখ ।
সে সময় বক্তরা হুশিয়ারি দিয়ে বলেন, আগামি ২৪ ঘন্টার মধ্যে নূরের উপর হামলাকারীদের গ্রেপ্তার করতে হবে । না হলে কঠোর কর্মসূচী দেওয়া হবে ।