কালীগঞ্জে ব্যবসায়ির টাকা ছিনতাই

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ২৪ ডিসেম্বর, ২০২৪, ০৫:৪২ এএম
কালীগঞ্জে ব্যবসায়ির টাকা  ছিনতাই

ঝিনাইদহের কালীগঞ্জে একজন ফাস্টফুড ব্যবসায়ি ও তার সহযোগী মোটর সাইকেল যোগে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীদের কবলে পড়ে। এই সময় ছিনতাইকারীরা অস্ত্রের ভয় দেখিয়ে তাদের নিকট থাকা নগদ টাকা ও মোবাইল কেড়ে নেয় এবং মারধর করে। এ ব্যবসায়ি নাজমুল হাসান কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ বলা হয়েছে ২২ ডিসেম্বর রাত ১১ টা ২০ মিনিটের দিকে কালীগঞ্জ উপজেলার পুকুরিয়া গ্রামের রবিউল ইসলাম এর ছেলে ব্যবসায়ি নাজমুল হাসান তার সহযোগী একই গ্রামের টুটুল কে সাথে  নিয়ে মোটর সাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বাবরা রেলগেট পার হয়ে কিছুদুর গেলে পাকা রাস্তার উপরে অজ্ঞাতনামা ৪/৫ জন ছিনতাইকারী দেশিয় অস্ত্রশস্ত্র হাতে নিয়ে তাদের গতিরোধ করে। এ সময় তাদের কাছে থাকা নগদ ২০ হাজার টাকা এবং একটি স্মার্ট মোবাইল ফোন তারা কেড়ে নিয়ে মারধর করে। হঠাৎ করে একই সময় পেছন থেকে একটি মোটর সাইকেলের আলো দেখে ছিনতাইকারীরা রাস্তা থেকে সরে গেলে তারা চিৎকার করতে করতে মাঠের মধ্যে দৌড়ে ঘটনাস্থল ত্যাগ করে। কালীগঞ্জ পৌরসভা এলাকার এখন নিয়মিত চুরি-ছিনতাই বেড়েই চোলেছে। পৌর এলাকায় দিনে-রাতে চুরি ছিনতাইয়ের শিকার হয়ে সর্বস্ব খোয়াচ্ছে মানুষ। প্রতিদিনই কোথাও না কোথাও কোন না কোন চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটছে। অপরাধীদের দৌরাত্ম্য ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পৌরসভা প্রশাসনের নজরদারি বৃদ্ধি দাবি তাদের। এ ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান,ছিনতাইয়ের লিখিত একটি অভিযোগ পেয়েছি। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। পৌরসভার প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম বলেন, পৌরবাসীর নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে