সীমান্তের কাঁঠালবাড়ি এলাকায় মালিকবিহীন ৭৭ বোতল ভারতীয় মদ জব্দ

এফএনএস (রিনা হায়াত; কলমাকান্দা; নেত্রকোনা) : | প্রকাশ: ৩১ আগস্ট, ২০২৫, ১১:৪৯ এএম
সীমান্তের কাঁঠালবাড়ি এলাকায় মালিকবিহীন ৭৭ বোতল ভারতীয় মদ জব্দ

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেংগুড়া সীমান্তের কাঁঠালবাড়ি এলাকায় শনিবার সকালে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৭৭ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সকালে নিয়মিত টহলের সময় সীমান্ত এলাকা থেকে এসব মদ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দ করা মদ আইনগত প্রক্রিয়া শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে