ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার কমলনগর গ্রামে ঘুমন্ত অবস্থায় বিষধর সাপের কামড়ে শচীন মন্ডল নামের এক মানসিক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত গভীর রাতে ঘটনাটি ঘটে।শচীন মন্ডল কোমলনগর গ্রামের সুকুমার মন্ডল কুটলি এর ছেলে । প্রতিবেশী পল্লী চিকিৎসক ও সাবেক মেম্বার পলাশ কুমার জানান রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিল প্রতিবন্ধী শচীন মন্ডল। হঠাৎ ঘুমের ঘোরে চিৎকার দিয়ে ওঠে।তার চিৎকার শুনে বাড়ির সদস্যরা গিয়ে দেখে তার পায়ে কামড়ের দাগ। প্রথমে ভাবছেন তাকে ইদুরে কামড়িয়েছে। এরমধ্যেই ঘরের মধ্যে বড় এক বিষাক্ত সাপ দেখতে ভাই পরিবারের সদস্যরা। তখন গ্রামের এক স্থানীয় কবিরাজ এর কাছে নিয়ে গেলে সেখানে মারা যায়। গত ২৪ ঘন্টায় উপজেলায় বিষধর সাপের কামড়ে স্কুল ছাত্রসহ ২জন মারা গেল। এলাকায় বর্তমানে মানুষের মধ্যে সাপ আতঙ্ক বিরাজ করছে।