রাজশাহীর বাঘায় বিএনপির বিশাল জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকালে উপজেলার বাউসা হাইস্কুল মাঠে এই বিশাল জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। মহান বিজয় দিবস উপলক্ষে বাউসা ইউনিয়ন যুবদল, সেচ্ছাসেবকদল ও ছাত্রদলের আয়োজেন জনসভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ। বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যক্ষ রেজাউল করিমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ফকরুল ইসলাম বাবুল, সদস্য সচিব আশরাফ আলী মলিন, জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুল, আহবায়ক শামীম সরকার, চারঘাট উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জালাল উদ্দিন, বাঘা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, আড়ানী পৌর বিএনপির সভাপতি তোজাম্মেল হক, বাজুবাঘা ইউনিয়ন বিএনপির সভাপতি এ্যাড. ফিরোজ আহম্মেদ রঞ্জু, বাউসা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন, সাবেক সভাপতি রেজাউল করিম বাদশা। বাউসা ইউনিয়ন যুবদলের সভাপতি এনামুল হক ও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আমির হামজা মধুর সঞ্চালনায় বক্তব্য রাখেন বাঘা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল লতিফ, বাঘা উপজেলা বিএনপির নেত্রী শাপলা খাতুন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পলাশ সরকার প্রমুখ। সপরে সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় ও আমন্ত্রিত শিল্লীরা গান পরিবেশ করেন।