বঙ্গবন্ধুর মাথায় প্রস্রাব করা মানে জিয়াউর রহমানের মাথায় প্রস্রাব করা: কাদের সিদ্দিকী

এফএনএস (সৈয়দ সরোয়ার সাদী রাজু; ভূঞাপুর, টাঙ্গাইল) : | প্রকাশ: ৩১ আগস্ট, ২০২৫, ১২:০৬ পিএম
বঙ্গবন্ধুর মাথায় প্রস্রাব করা মানে জিয়াউর রহমানের মাথায় প্রস্রাব করা: কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, বঙ্গবন্ধুর মাথায় প্রস্রাব করা হলে সকল মুক্তিযোদ্ধাদের মাথায়ও প্রস্রাব করা হয়। আর বীর মুক্তিযোদ্ধা হিসেবে জিয়াউর রহমানের মাথায়ও প্রস্রাব করা হয়।

শনিবার (৩০ আগস্ট) বিকেলে উপজেলার কাদেরিয়া বাহিনীর উদ্যোগে ভূঞাপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বীর মুক্তিযোদ্ধাদের মহাসমাবেশে তিনি এসব কথা বলেন।

বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন- ড. ইউনূস আপনি যদি মুক্তিযোদ্ধার পক্ষে হয়ে থাকেন তাহলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে লতিফ সিদ্দিকীকে যখন বলা হয়েছে, লতিফ সিদ্দিকীর দুই গালে জুতা মারো তালে তালে তখনি ড. ইউনূস আপনার দুই গালেও জুতা মারা হয়েছে। মুক্তিযুদ্ধ করে যদি পাকিস্তানের কাছে অত্যাচারিত হতে হয় তাও শান্তি ছিল কিন্তু বাংলাদেশে পাকিস্তানি মনোভাব নিয়ে এইরকম পোলাপান জন্ম নিল কিভাবে? তারা মুক্তিযোদ্ধাদের অসম্মান করছে আর মব সৃষ্টি করছে।


তিনি আরো বলেন- আজ এই মাঠে বীর মুক্তিযোদ্ধাদের উপস্থিতি দেখে আমার বুক ভরে গেছে। ১৯৭১ সালে যেমন আমরা সবাই একত্রে হয়েছিলাম ঠিক তেমনিভাবে আবার ঐক্যবদ্ধ হয়ে দেশের পক্ষে দাঁড়াবো।

সমাবেশে অন্যান্য বক্তারা বলেন, যে দেশে বঙ্গবন্ধুর উপর প্রস্রাব করা হয় সে দেশে আমরা থাকতে পারি না, আমরা বঙ্গবন্ধুর এই অপমান মেনে নেব না। মুক্তিযোদ্ধারা কাদের সিদ্দিকীর নেতৃত্বে সবাই ঐক্য গড়ে তোলেন। ৭১ বাদ দিয়ে কখনো বর্তমান হবে না। বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বে আমরা আগুনে ঝাঁপ দিতে পারি।

এ সময় টাঙ্গাইল মুক্তিযুদ্ধের কোম্পানি কমান্ডার ও সাবেক জেলা কমান্ডার ফজলুর হক বীর প্রতীকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- সাবেক কোম্পানি কমান্ডার আবুল কালাম বীর বিক্রম, সাবেক মুক্তিযোদ্ধা কোম্পানি কমান্ডার হুমায়ূন বাঙাল, সাবেক উপজেলা চেয়ারম্যান শামীম আল মুনসুর আজাদ সিদ্দিকী, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ মতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মিয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, বীর মুক্তিযোদ্ধা বদিয়ার রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন- ঘাটাইল উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডারের আহ্বায়ক আতিকুর রহমান। এসময় বীর মুক্তিযোদ্ধারা ও কৃষক শ্রমিক জনতা লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে