পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড, ১২ কোটি ৯ লক্ষ ৩৭ হাজার টাকার দান

এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) : | প্রকাশ: ৩১ আগস্ট, ২০২৫, ১২:০৯ পিএম
পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড, ১২ কোটি ৯ লক্ষ ৩৭ হাজার টাকার দান

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে আবারও রেকর্ড দান জমা পড়েছে। চার মাস ১৮ দিন পর খোলা দানবাক্স থেকে এবার পাওয়া গেছে ১২ কোটি ৯ লাখ ৩৭ হাজার ২২০ টাকা, বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার।

শনিবার (৩০ আগস্ট) দিনভর  মসজিদের ১০টি দানবাক্স ও ৩টি ট্রাঙ্ক খোলার পর প্রায় ৫০০ জন ছাত্র, ব্যাংক কর্মকর্তা-কর্মচারী, পুলিশ, আনসার এবং মসজিদ-মাদরাসা কর্মচারী একসঙ্গে টাকাগণনার কাজে অংশ নেন।

এর আগে গত ১২ এপ্রিল দানবাক্সে ২৮ বস্তা টাকা পাওয়া গিয়েছিল, যা গণনা শেষে দাঁড়িয়েছিল ৯ কোটি ১৭ লাখ ৮০ হাজার ৬৮৭ টাকা।

দানবাক্স খোলার সময় জেলা প্রশাসক ফৌজিয়া খান, পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীসহ প্রশাসন, ব্যাংক ও মসজিদ কমিটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক জানান, দানবাক্স থেকে পাওয়া সব টাকা ব্যাংকে জমা রাখা হয় এবং লভ্যাংশ থেকে অসহায় ও জটিল রোগে আক্রান্ত মানুষকে সহায়তা করা হয়। বর্তমানে পাগলা মসজিদের ব্যাংক হিসাবে জমা রয়েছে প্রায় ৯১ কোটি টাকা।

পুলিশ সুপার জানান, টাকার বাক্স খোলা থেকে শুরু করে ব্যাংকে জমা দেওয়া পর্যন্ত সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়।

কিশোরগঞ্জ শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত এই পাগলা মসজিদকে কেন্দ্র করে গড়ে উঠেছে আধুনিক ধর্মীয় কমপ্লেক্স। দিন দিন বেড়ে চলা দানের কারণে মসজিদের খ্যাতি ও ঐতিহাসিক গুরুত্বও বহুগুণে বৃদ্ধি পেয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে