ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে করা রিটের শুনানি মঙ্গলবার (২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। রোববার (৩১ আগস্ট) বিচারপতি শেখ তাহসান আলী ও বিচারপতি মো. হাবিবুল গণির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন।
রিট আবেদনটি করেছিলেন বামজোট সমর্থিত প্যানেল *অপরাজেয় ৭১, অদম্য ২৪*-এর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক পদপ্রার্থী বিএম ফাহমিদা আলম। আবেদনে বলা হয়, এস এম ফরহাদ চলতি বছরের ৫ আগস্টের আগে ছাত্রলীগের কমিটিতে ছিলেন। এরপরও তিনি কীভাবে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী হলেন—সে প্রশ্ন তুলে তার প্রার্থিতা চ্যালেঞ্জ করা হয়েছে।
আদালতের কার্যতালিকার ২৮৫ নম্বর ক্রমিকে রোববার রিট আবেদনটি শুনানির জন্য রাখা হয়েছিল। তবে ব্যস্ত কার্যসূচির কারণে তাৎক্ষণিক শুনানি না করে আদালত মঙ্গলবার শুনানির দিন নির্ধারণ করেন।
রিটকারীর পক্ষে শুনানি করবেন আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, আর ফরহাদের পক্ষে থাকবেন অ্যাডভোকেট শিশির মনির। আদালতের নির্দেশনা অনুযায়ী ফরহাদের প্রার্থিতার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে আইনজীবীরা জানিয়েছেন।
এদিকে ডাকসু নির্বাচনকে ঘিরে প্রচারণা ইতিমধ্যে জোরদার হয়েছে। আগামী সোমবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।