বিরলে এক বৃদ্ধের আত্মহত্যা

এফএনএস (মোঃ আতিউর রহমান; বিরল, দিনাজপুর) :
| আপডেট: ৩১ আগস্ট, ২০২৫, ০২:২৫ পিএম | প্রকাশ: ৩১ আগস্ট, ২০২৫, ০২:২৫ পিএম
বিরলে এক বৃদ্ধের আত্মহত্যা

বিরলে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্দার করেছে থানা পুলিশ। সে উপজেলার পশ্চিম মাধববাটি গ্রামের মৃত সেরাজ উদ্দিনের ছেলে সবাদ আলী (৭৮)। গলায় রশি দিয়ে শয়ন ঘরের বর্গার সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে পরিবারের লোকজন জানিয়েছে। রোববার সকালে বাড়ির লোকজনের অগোচরে আত্মহত্যা করলে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশে সংবাদ দিলে পুলিশ পৌছে লাশ উদ্দারপূর্বক লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে।

ভিকটিমের ছেলে শাহিনুর ইসলাম জানান, দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত অবস্থায় যন্ত্রণা সহ্য করতে না পারায় আব্বা প্রায়শই মরে যাওয়ার কথা বলতেন। স্থানীয় ডাক্তার ও কবিরাজ দিয়ে চিকিৎসা করেও কোনউন্নতি হচ্ছিল না, তাই মানষিকভাবে ভেঙ্গে পড়েন। নিজের উপর নিজেই অভিমান করে আত্মহত্যা করেছেন।

থানার অফিসার ইনচার্জ আব্দুস ছবুর পরিচয় নিশ্চিত করে জানান, থানায় অপমৃত্যু মামলা হয়েছে। মামলা নং ৩২, তারিখঃ ৩১.০৮.২০২৫। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে লাশের ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত শেষে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে