কুড়িগ্রামে ফিস্টুলা রোগী সনাক্তকরণ বিষয়ক কর্মশালা

এফএনএস (মাহফুজ খন্দকার; কুড়িগ্রাম) : : | প্রকাশ: ২৪ ডিসেম্বর, ২০২৪, ০৫:৪৯ এএম : | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম
কুড়িগ্রামে ফিস্টুলা রোগী সনাক্তকরণ বিষয়ক কর্মশালা

কুড়িগ্রামে প্রসবজনিত ফিস্টুলা রোগী সনাক্তকরণে মিডিয়ার ভূমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে পৌর শহরের ওএফসি চাইনিজ রেস্টুরেন্টে নারীদের ফিস্টুলা রোগ নিরাময়, সচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধ বিষয়াবলী নিয়ে কুড়িগ্রাম প্রেসক্লাবের আয়োজনে ও জাতিসংঘ  জনসংখ্যা তহবিল এবং ল্যাম্ব এর সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মাহফুজার রহমান, সিনিয়র সাংবাদিক শফিখান, মোঃ শাহাবুদ্দিন, শ্যামল ভৌমিকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।  কর্মশালায় মূল প্রবন্ধ পাঠ করেন ল্যাম্ব ইউএফপি ফ্রি প্রজেক্ট ও সেন্ট্রাল হেলথ প্রজেক্টের ম্যানেজার সনাক্তকর মাহাতাব উদ্দিন লিটন।  তিনি বলেন, কুড়িগ্রাম জেলায় প্রসবজনিত ফিস্টুলা রোগী সনাক্ত করলে তাদের চিকিৎসার সমস্ত ব্যায়ভার ল্যাম্ব বহন করবে। 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে