পোরশায় আদিবাসী নারীর মৃত্যু

এফএনএস (এম. রইচ উদ্দিন; পোরশা, নওগাঁ) : | প্রকাশ: ৩১ আগস্ট, ২০২৫, ০২:৩৫ পিএম
পোরশায় আদিবাসী নারীর মৃত্যু

নওগাঁর পোরশায় চার্জার ভ্যানের রেলিং ভেঙ্গে পড়ে গিয়ে বিমলা(৩৬) নামে এক আদিবাসী নারী মারা গেছেন। বিমলা গাঙ্গুরিয়া ইউনিয়নের ডাহুকী গ্রামের বিদীশের স্ত্রী। বিমলার বড় ভাই বিশ্বনাথ সরদার জানান, শনিবার বিকালে তার ছোট বোন বিমলা ব্যাটারী চালিত ভ্যান যোগে নিজ বাড়ী হতে গাংগুরিয়া বাজারে যাওয়ার পথে গাংগুরিয়া হাফিজিয়া মাদ্রাসার সামনে পাকা রাস্তার উপর পৌছলে চালক চার্জার ভ্যানটি ঘুরাইতেছিল। এসময় চার্জারের বসার হ্যালান্সি (র‌্যালিং) ভেঙ্গে তার বোন রাস্তার উপর পড়ে গিয়ে বাম কপাল কেটে গুরুতর আহত হয়। তাৎক্ষনিত তাকে উদ্ধার করে একই ভ্যান যোগে হাসপাতালে নেয়ার পথে সন্ধার আগে সে মারা যায়। এব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে। পোরশা থানা অফিসার ইনচার্জ(তদন্ত) শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।