পাকুন্দিয়া হাসপাতালে সিলিং ফ্যান উপহার দিলেন ছাত্রদলের আহবায়ক

এফএনএস (রাজন সরকার; পাকুন্দিয়া, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ৩১ আগস্ট, ২০২৫, ০৩:২১ পিএম
পাকুন্দিয়া হাসপাতালে সিলিং ফ্যান উপহার দিলেন ছাত্রদলের আহবায়ক

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বহির্বিভাগে রোগীদের কষ্ট লাগবে ৬টি সিলিং ফ্যান উপহার দিয়েছেন পাকুন্দিয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক মাজহারুল হক উজ্জ্বল। 

রবিবার (৩১ আগষ্ট) দুপুরে নিজস্ব অর্থায়নে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর-এ- আলম খানের হাতে এসব সিলিং ফ্যান হস্তান্তর করেন। এর আগে রোগীদের চলাচলের সুবির্ধার্থে নিজস্ব অর্থায়নে হাসপাতালের প্রবেশ পথে ঢালাই করে টাইলসের ব্যবস্থা করে দেন তিনি। 

উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. মাজহারুল হক উজ্জ্বল বলেন, আমি প্রায়ই হাসপাতালের বহির্বিভাগে রোগীদের দেখি লাইনে দাড়িয়ে অনেক কষ্ট করেন। তাই আগত রোগীদের কষ্ট লাগবে আমি নিজ উদ্যোগে হাসপাতালকে ৬টি সিলিং ফ্যান উপহার দিয়েছি। আশাকরি এতে রোগীদের কষ্ট কিছুটা হলেও কমবে। এছাড়াও হাসপাতালে মুমুর্ষ্য রোগীদের চলাচলের সুবিধার্থে সিড়ি ভেঙে ঢালাই করে দিয়েছি। যাহাতে রোগীরা সহজেই যাতায়াত করতে পারে।  এসময় হাসপাতালের রোগীদের যে কোন সমস্যায় পাশে থাকবেন বলে তিনি জানান। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর-এ-আলম খান জানান, হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন ৬০০-৭০০শ রোগী সেবা নিতে আসে। তাদের জন্য মাত্র দুইটি সিলিং ফ্যানের ব্যবস্থা ছিল। আমাদের কোন বরাদ্দ না থাকায় অতিরিক্ত ফ্যানের ব্যবস্থা করা সম্ভব হয়নি। বিষয়টি উপজেলা ছাত্রদলের আহবায়ক জানতে পেরে ৬টি সিলিং ফ্যান উপহার দিয়েছেন। এতে বহির্বিভাগে সেবা নিতে আসা রোগীদের কষ্ট অনেকটা কমবে। এমন জনবান্ধব কর্মসূচিতে ছাত্রদলের অংশগ্রহণের প্রশংসা করেন তিনি। 

আপনার জেলার সংবাদ পড়তে