নওগাঁর ধামইরহাটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারে ঢেউটিন ও আর্থিক অনুদান প্রদান করেছে উপজেলা প্রশাসন। ৩১ আগষ্ট বিকেল ৫টায় ইসবপুর ইউনিয়নের ধুরইল গ্রামের ছয়ফর আলীর ছেলে জাহিদুল ইসলামকে ২ বান্ডিল টিন, নগদ ৬ হাজার টাকার চেক, চাল, তেল সহ অন্যান্য শুকনা খাবার প্রদান করেন ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ মোছাঃ জেসমিন আক্তার। এ সময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনছুর আলী, উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংগঠক আলহাজ্ব মোঃ হানজালা, নওগাঁ জেলা যুবদলের আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম লিটনসহ স্থানীয় ও গন্যমান্য ব্যাক্তিগন।
উপজেলা নির্বাহী অফিসারের ত্রান শাখা সূত্রে জানা যায়, গত ৩০ জুলাই শনিবার বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকান্ডে জাহিদুল ইসলামের ঘর-বাড়ির টিনের চালা সহ ১১ বান্ডিল টিন, কাঠ, বাঁশ, খাট, ২টি ডেক্সটপ কম্পিউটার, ১টি ল্যাপটপ ও অন্যান্য মালামাল সহ প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়।