মৃত ছাগলের মাংস বিক্রির অভিযোগে অভিযান

এফএনএস (জাকির হোসেন; বালিয়াকান্দি, রাজবাড়ি) : | প্রকাশ: ৩১ আগস্ট, ২০২৫, ০৮:০১ পিএম
মৃত ছাগলের মাংস বিক্রির অভিযোগে অভিযান

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সোনাপুর বাজারে মৃত ছাগলের মাংস বিক্রির অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। তবে অভিযানে তদন্ত করে মৃত পশুর মাংস বিক্রির অভিযোগের সত্যতা পায়নি আদালত।রোববার (৩১ আগস্ট) সকালে বালিয়াকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন এই অভিযান পরিচালনা করেন। এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন উপস্থিত ছিলেন।

মৃত ছাগলের মাংস বিক্রির অভিযোগের সত্যতা না মিললেও দৃই ধরণের মানের মাংস বিক্রির দায়ে অভিযুক্ত ইব্রাহিমকে এক হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়। 

বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন জানান, অভিযুক্ত ইব্রাহিম শনিবার (৩০ আগস্ট) একটি ছাগল জবাই করে ফ্রিজে সংরক্ষণ করেছিলেন এবং আজ সকালে নতুন করে আরেকটি ছাগল জবাই করে বিক্রি করছিলেন। এ সময় দুই ধরনের মানের মাংস বিক্রি হলেও তিনি কোনো মূল্যতালিকা প্রদর্শন করেননি এবং ভিন্ন ভিন্ন মানের মাংস আলাদা করে চিহ্নিত করেননি। ফলে ভোক্তাকে প্রতারিত করার সুযোগ বিদ্যমান থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারা অনুযায়ী তাকে এক হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।

অভিযান শেষে বাজারের অন্যান্য ব্যবসায়ীদেরকে মূল্যতালিকা প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়।

আপনার জেলার সংবাদ পড়তে