মোল্লাহাটে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

এফএনএস (এম এম মফিজুর রহমান; মোল্লাহাট, বাগেরহাট) : | প্রকাশ: ৩১ আগস্ট, ২০২৫, ০৮:১৫ পিএম
মোল্লাহাটে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা আগস্ট ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা হয়।

উপজেলা নিবার্হী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সুস্মিতা সাহা, থানা অফিসার ইনচার্জ মোঃ ফজলুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তেন মং, প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ হাসান আলী,  উপজেলা প্রকৌশলী ফিরোজুল ইসলাম,  উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ হারুন আল রশীদ ও সাবেক সাধারণ সম্পাদক শেখ সাহেদ আলী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির হাসমত আলী ও সাবেক সেক্রেটারি এস এম নাসির উদ্দিন, খেলাফত মজলিসের সভাপতি মাওঃ হাফিজুর রহমান, প্রধান শিক্ষক এস এম ফরিদ আহমেদ, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান সিকদার উজির আলী, মনোরঞ্জন পাল, উদয়পুর ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম শেখ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুর রহমান, অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা রুনিয়া আক্তার, ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম, সকল দপ্তর প্রধানগণ প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে