পিরোজপুরে সংঘবদ্ধ চক্রের চাঁদা উত্তোলন, এসপি ও র‌্যাবকে তদন্তের নির্দেশ

এফএনএস (মোঃ রেজাউল ইসলাম শামীম; পিরোজপুর) : | প্রকাশ: ৩১ আগস্ট, ২০২৫, ০৮:২২ পিএম
পিরোজপুরে সংঘবদ্ধ চক্রের চাঁদা উত্তোলন, এসপি ও র‌্যাবকে তদন্তের নির্দেশ

পিরোজপুরে কিছু সংঘবদ্ধ চক্র শহরের বিভিন্ন স্থানে চাঁদা উত্তোলন করায় পিরোজপুর দ্রুত বিচার আদালতের বিচারক আজ বিকেলে এক আদেশে পুলিশ সুপার ও র‌্যাব-০৮ কে তদন্ত পূর্বক নিয়মিত মামলা করার নির্দেশ প্রদান করেছে।  জেলা শহরের পুরান বাস স্ট্যান্ড, সিও অফিস মোড়সহ বিভিন্ন স্থানে বিভিন্নভাবে চাঁদা উত্তোলন করা হয় মর্মে অবগত হয়ে পিরোজপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ শাওন হোসেন পিরোজপুর দ্রুত বিচার আদালতের ০১/২০২৫ নং মিস কেসে ওই আদেশ দেন। মিস কেসের প্রার্থী রাষ্ট্র পক্ষ ও মোঃ আসাদুজ্জামান গং প্রতিপক্ষ। 

আজ রোববার সন্ধ্যায় আদালতের প্রাপ্ত আদেশনামা সূত্রে জানা গেছে পিরোজপুর জেলা শহরের পুরান বাস স্ট্যান্ড, সিও অফিস মোড়সহ বিভিন্ন স্থানে বিভিন্নভাবে চাঁদা উত্তোলন করা হয়। যার দুটি ভিডিও চিত্র আদালতের নজরে আসে। এর একটি ভিডিওতে দেখা গেছে সংঘবদ্ধ চক্রের কিছু সদস্য ট্রাক থামিয়ে টাকা উত্তোলন করছে। টাকা উত্তোলনকারীদের একজন পিরোজপুর সদরের মাছিমপুর এলাকার শাহআলম ফরাজীর ছেলে আরিফ জানান, পিরোজপুর শহরের আদর্শ স্কুল সড়কের আব্দুল মজিদ হাওলাদারের ছেলে মোঃ আসাদুজ্জামান পিরোজপুর পৌরসভা থেকে যানবাহন থেকে চাঁদা উত্তোলনের ইজারা নিয়েছেন। ওই আসাদুজ্জামানের ক্ষমতা ও নির্দেশনায় তারা বৈধভাবে শহরের বিভিন্ন স্থানে যানবাহন থেকে চাঁদা উত্তোলন করছে। বিষয়টি আদালতের গোচরে এলে আদালত আজ ওই আদেশ দেন। আদেশে বলা হয় সংঘবদ্ধ চক্রটি পিরোজপুর পৌরসভার ইজারামূলে যানবাহন থেকে চাঁদা উত্তোলন করছে কিনা তা তদন্ত করতে পিরোজপুরের পুলিশ সুপার ও র‌্যাব-০৮ এর কোম্পানী কমান্ডারকে নির্দেশ দেওয়া হয়। তদন্তকালে যদি তদন্তকারী কর্মকর্তাদের কাছে মনে হয় যে, চাঁদা উত্তোলনকারীরা ভয়-ভিতি প্রদর্শন ও বেআইনীভাবে চাঁদা উত্তোলন করছে, তবে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়েরেরও নির্দেশ দেন।

আপনার জেলার সংবাদ পড়তে