নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় গাছে ঝুলন্ত অবস্থায় মো. আরাফাত (৯) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার(৩০আগস্ট) দিবাগত রাত ৮টার দিকে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের শান্তিপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহত আরাফাত ওই গ্রামের হেলাল মিয়ার ছেলে। তিন ভাই-বোনের মধ্যে সে মেঝো এবং স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, শনিবার বিকেলে শেষবারের মতো আরাফাতকে দেখা যায়। এরপর সন্ধ্যায় বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাকে খুঁজতে থাকে। পরে রাত ৮টার দিকে বসতঘরের পাশে একটি গাছে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নিহতের বাবা হেলাল মিয়া বলেন, আমার ছেলে অসুস্থ ছিল এবং মাথায় একটু সমস্যা ছিল। কথাবার্তা শুনত না। তাকে না পেয়ে আমরা খোঁজাখুঁজি করছিলাম। কারণ সে আগেও প্রায়ই গাছে উঠে বসে থাকত। পরে আমার এক ভাবি গিয়ে দেখে গাছে ঝুলে আছে।
দুর্গাপুর থানার ওসি(তদন্ত) মো. আসাদুজ্জামান বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ কিংবা সন্দেহ না থাকায় তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হবে।