রাজারহাটে সনাতন বিদ্যানিকেতন স্কুল উদ্বোধন

এফএনএস (প্রহলাদ মণ্ডল সৈকত; রাজারহাট, কুড়িগ্রাম) : : | প্রকাশ: ২৪ ডিসেম্বর, ২০২৪, ০৬:২৭ এএম : | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম
storage/2024/december/24/news/42676ac4de02533.jpg

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বৈদ্যের বাজার সংলগ্ন সংস্কৃত কলেজ এর পুর্ব পার্শ্বে রাম কার্জ্জী পাড়া সার্বজনীন কালী মন্দিরে সোমবার(২৩ডিসেম্বর) বিকাল ৩ টায় সনাতন বিদ্যানিকেতন গীতা স্কুলের উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে পন্ডিত রঘুনাথ রায়ের সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সনাতন মৈত্রী সংঘ-বাংলাদেশ রংপুর বিভাাগের সাধারণ সম্পাদক শ্রী কমলেশ্বর রায়। এসময় এক আলোচনা সভায় বক্তব্য রাখেন হিন্দু,বৌদ্ধ, খ্রিস্টান, কল্যাণ ফ্রন্ট রাজারহাট উপজেলার সদস্য সুজন চন্দ্র রায়, রতন রায় অর্ঘ্য, শ্রী মনি রায়, কাজল রায় এবং বিকল্প রায় প্রমূখ। আলোচনায় সকলের উপস্থিতিতে অনিমেষ রায়কে গীতা স্কুলের শিক্ষক হিসেবে নিয়োগ দেয়া হয়। পরে শতাধিক সনাতনী ছাএ-ছাএীদের মাঝে গীতা ও পাঠদানের উপকরণ বিতরণ করা হয়। শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে