রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা, সাংবাদিক ও গণ্যমান্য ব্যাক্তিবর্গের সাথে জেলা প্রশাসকের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ ডিসেম্বর (মঙ্গলবার) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় রাজবাড়ী জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বক্তব্য রাখেন। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম বারি, প্রানী সম্পদ কর্মকর্তা মানোবেন্দ্র মজুমদার, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকতৃা ডা. মো: ফারুক হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলামসহ মতবিনিময় সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।