আফগানিস্তানের পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৬২২ জন নিহত হয়েছেন এবং দেড় হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন। সোমবার তালেবান প্রশাসনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে এখনো অভিযান চলছে।
বার্তা সংস্থা রয়াটার্স এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে।
ভূমিকম্পটির মাত্রা ছিল ৬, যার কেন্দ্র ছিল ১০ কিলোমিটার গভীরে। মধ্যরাতে সংঘটিত এ কম্পনে কাবুল থেকে পাকিস্তানের সীমান্তবর্তী খাইবার পাখতুনখাওয়া পর্যন্ত কাঁপন অনুভূত হয়। বহু গ্রাম ঘরবাড়ি মাটির সঙ্গে মিশে যায়।
কুনার প্রদেশে তিনটি গ্রাম সম্পূর্ণ ধ্বংস হয়েছে বলে জানায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। কেবল ওই প্রদেশেই ২৫০ জন নিহত ও ৫০০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন প্রাদেশিক তথ্য কর্মকর্তা নাজিবুল্লাহ হানিফ। একটি গ্রামে একাই ৩০ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে।
কাবুলের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, দুর্গম গ্রামগুলোতে পৌঁছাতে হিমশিম খাচ্ছে উদ্ধারকর্মীরা। মন্ত্রণালয়ের মুখপাত্র শারাফাত জামান বলেন, “কেবল কয়েকটি ক্লিনিক থেকেই ৪০০ জনের বেশি আহত ও বহু মৃতদেহের খবর এসেছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।”
রয়টার্স টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, হেলিকপ্টারে আহতদের হাসপাতালে আনা হচ্ছে এবং সেনা ও স্থানীয়রা একসঙ্গে মিলে ধ্বংসস্তূপ থেকে মানুষকে বের করে অ্যাম্বুলেন্সে তুলছেন।
এখনও পর্যন্ত কোনো বিদেশি সরকার বা সংস্থা উদ্ধারকাজে সহায়তা দেয়নি বলে জানিয়েছে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়।
প্রসঙ্গত, আফগানিস্তান ভূমিকম্পপ্রবণ দেশ। হিন্দুকুশ পর্বতমালায় ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংঘাতে প্রায়ই বড় ধরনের কম্পন হয়। গত বছর পশ্চিম আফগানিস্তানে একাধিক ভূমিকম্পে এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছিল।
সূত্র: রয়টার্স