জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব মো. আখতার হোসেন বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকার ভারতের সঙ্গে বন্ধুত্বের নামে বাংলাদেশের সম্পর্ক স্বামী-স্ত্রীর সম্পর্কে পরিণত করেছিল। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে তাদের পতনের পর দেশের মধ্যে এখন ধর্মীয় দাঙ্গা লাগাতে অপচেষ্টা চালাচ্ছে।কিন্তু ভারতের সাধারণ জনগণের সঙ্গে বাংলাদেশের ছাত্র-জনতার আত্মার সম্পর্ক রয়েছে। তবে বাংলাদেশের স্বার্থের প্রশ্নে এ দেশের মানুষ ভারতকে একবিন্দু ছাড় দিতে প্রস্তুত নয়। ছাড় দিবেও না। এসময় ভারতের বিভিন্ন মিডিয়ায় বাংলাদেশ নিয়ে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়ে দেশের গণমাধ্যম কর্মীদের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অনুরোধ জানান। মঙ্গলবার দুপুরে রংপুরের কাউনিয়া উপজেলা জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে উপজেলা অডিটোরিয়াম হল রুমে প্রধান অতিথির আলোচনায় এসব কথা বলেন তিনি। এরপর তিনি পীরগাছায় উপজেলায় আলোচনা সভায় অংশ নেন। তিনি বলেন, গণতন্ত্রের নামে বিগত ১৬ বছর আওয়ামী লীগ সরকার হত্যা ও গুমে লিপ্ত ছিল। উন্নয়নের নামে তারা কোটি কোটি টাকা লুটপাট ও পাচার করেছে। খুনি হাসিনা সরকার ও তার দোসররা দলীয় সরকারের অধীনে নির্বাচনের নামে বাংলাদেশের মানুষের সঙ্গে তামাশা করেছে, বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করেছে। তিনি আরো বলেন, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে অভ্যুত্থানের শক্তি নাগরিক, আহত ও শহিদ পরিবারের সঙ্গে তরুণ নাগরিকদের সমন্বয়ে গঠিত জাতীয় নাগরিক কমিটি গোটা দেশব্যাপী একটি রাজনৈতিক ভারসাম্য নির্মাণে কাজ করছে। এসময় বক্তব্য রাখেন রংপুর জেলা জাতীয় নাগরিক কমিটির সংগঠক মনিরুল ইসলাম সুমন আরিফুল ইসলাম, জাতীয় নাগরিক কমিটির কাউনিয়া উপজেলা শাখার সংগঠক রমজান আলী, শামীম হোসেন, রফিকুল ইসলাম কনকসহ অনেকে। পরে আখতার হোসেন রংপুর টাউন হলে রংপুর মহানগর নাগরিক কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।
রংপুরে কালাম বাজারে মাহফিল অনুষ্ঠিত
এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর) :রংপুরে জামিয়াতুত তারবিয়াহ আল ইসলামিয়া মাদ্রাসা ও এলাকাবাসীর আয়োজেনে বার্ষিক (তাফসিরুল কুরআন) ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। সোমবার রাতে নগরীর পূর্ব বাবুখা কালাম বাজারে ওয়াজ মাহফিল অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন রংপুর কেরামতিয়া জামে মসজিদের খতিব হযরত মাওলানা বায়জিদ হোসাইন সাহেব। দ্বিতীয় বক্তার বক্তব্য রাখেন পূর্ব বাবুখা দারুল উলুম জামে মসজিদের ইমাম হযরত মাওলানা রাজু কামাল সাহেব, তৃতীয় বক্তার বক্তব্য রাখেন কাউনিয়া রেল স্টেশন জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মোস্তাফিজার রহমান। অনুষ্ঠানে শ্যামপুর কলেজের সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদের সভাপতিতে আমন্ত্রিত অতিথি ছিলেন রংপুর উম্মুল কুরা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা আলামিন আরিফ, রংপুর জামোদপুর বড় মসজিদের খতিব মাওলানা মোকাদ্দেস হাবীব। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব শেখ ফরিদ উদ্দিন, মোঃ আলমগীর হোসেন, মোঃ আব্দুল মান্নান, মোঃ মনিরুল ইসলাম, মোঃ রাখুবুল ইসলাম, সৈয়দ রফিকুল ইসলাম, মোঃ আবুল হোসেন, ডাঃ মোঃ শাহীন আলম, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মোঃ ফেরদৌস, কালাম বাজরের বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ ফরহাদ সুলতান, মোঃ ফারুখ হোসেন, বিদ্যুৎ কর্মকর্তা মোঃ মিজানুর রহমান সুগার, কেরামত আলী (পালিচড়াহাট), মোঃ আব্দুল খালেক (সুত্রাপুর), সহ অন্যান্য নেতৃবৃন্দ।