প্রচন্ড গরমে জনজীবন বিপর্যস্ত

শ্রীমঙ্গলে ৩৭.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড

এফএনএস (আতাউর রহমান কাজল; শ্রীমঙ্গল, মৌলভী বাজার) : | প্রকাশ: ১ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:০৬ পিএম
শ্রীমঙ্গলে ৩৭.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে টানা ক'দিন ধরে  তীব্র গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। আজ রবিবার বিকেল ৩টায় শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে ৩৭.৮ ডিগ্রি সেলসিয়াস।

প্রচণ্ড গরম ও প্রখর সূর্যের কারণে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের রাস্তাঘাট  লোকজনের চলাচল ছিল কম। জরুরি প্রয়োজন ছাড়া সাধারণ মানুষ বাইরে বের হতে চাইছে না। এতে দিনমজুর, রিকশা ও ভ্যানচালকসহ খেটে খাওয়া মানুষের ভোগান্তি বেড়েছে। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা। প্রচণ্ড গরমে শ্রেণিকক্ষে তাদের পড়াশোনায় মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়ছে। 

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক দিলীপ বৈষ্ণব জানান, “আজ বিকেল ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭.৮ ডিগ্রি সেলসিয়াস। কয়েকদিন ধরেই শ্রীমঙ্গলে অস্বাভাবিক গরম আবহাওয়া বিরাজ করছে।”

স্থানীয়দের ভাষ্যমতে, সকাল ১১ টার পর থেকে  বাইরে বের হওয়া এখন এক প্রকার কষ্টসাধ্য হয়ে পড়েছে। প্রচণ্ড গরম থেকে রক্ষা পেতে অনেকে ছাতা, ঠান্ডা পানীয় ও ফলের ওপর নির্ভর করছেন। তবে এতে সাময়িক স্বস্তি মিললেও সার্বিকভাবে গরমের কষ্ট লাঘব হচ্ছে না।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, এ সময় গরমজনিত নানা রোগের ঝুঁকি বাড়ছে। বিশেষ করে হিটস্ট্রোক, ডায়রিয়া, জ্বর ও সর্দি-কাশির প্রকোপ দেখা দিতে পারে। তারা সবাইকে প্রচুর পানি পান করা, অপ্রয়োজনীয়ভাবে রোদে না বের হওয়া এবং হালকা ও সহজপাচ্য খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে