পিরোজপুরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

এফএনএস (মোঃ রেজাউল ইসলাম শামীম; পিরোজপুর) : | প্রকাশ: ১ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:৩৯ পিএম
পিরোজপুরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে পিরোজপুরে পালিত হয়েছে বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী। সোমবার দুপুর সাড়ে ১২ টায় পিরোজপুর সিও অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য  শোভাযাত্রা বের হয়। না না রঙের পতাকা, ব্যানার, ফেস্টুন, ধানেরশীষসহকারে দলীয় স্লোগানে মুখরিত শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক ঘুরে স্থানীয় টাউন ক্লাব মাঠে গিয়ে শেষ হয়। সেখানে জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ সমপাদক  রওনাকুল ইসলাম টিপু। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সদস্য সচিব গাজী অহিদুজ্জামান লাভলু,  সদস্য পিরোজপুরের পিপি অ্যাড. আবুল কালাম আকন, সাইদুল ইসলাম কিসমত, আঃ সালাম বাতেন, পৌর বিএনপির সভাপতি শেখ শহীদুল্লাহ শহীদ প্রমুখ। 

আলোচনা সভায় বক্তারা বলেন, এ দেশে বহু দলীয় গণতন্ত্র প্রবর্তনের লক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দিনে বিএনপি প্রতিষ্ঠা করেন। জিয়ার প্রবর্তিত গণতন্ত্রকে এরশাদ ও আওয়ামী স্বৈও শাসক গলা টিপে হত্যা করে। বিএনপি গণতন্ত্র   পুনরুদ্ধারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়াই বিএনপির অঙ্গীকার। 

আপনার জেলার সংবাদ পড়তে