বরিশালের আগৈলঝাড়ায় বেসরকারি এনজিও ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ এর ফ্যামিলি ডেভলপমেন্ট ফর স্টুডেন্ট উইখ স্পন্সরশীপ (এফডিসিএস) প্রকল্পের উদ্দ্যেগে দরিদ্র মেধাবী শিক্ষার্থী, নার্সিং ও ইঞ্জিনিয়ারিং অধ্যায়নরত ১২৭ জন ছাত্র-ছাত্রীদে বেতন, ভর্তি পরীক্ষার ফি, ফরমপুরনে জন্য বৃত্তির টাকা প্রদান ও শাক সবজির বীজ বিতরণ করা হয়েছে।
রোববার সকালে উপজেলার আস্কর ব্যাপ্টিষ্ট চার্চে স্থলে ওই বুত্তি ও শাক সবজির বীজ বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন বরিশাল পালক প্রধান রেভা: রনজিৎ বাইন (এবিসিএস)। এফডিসিএস প্রকল্পের প্রোগ্রাম অফিসার উজ্জ্বল গাঠিয়ার সভা সঞ্চালয়ন করেন। অলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিক। এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.মাহাবুবর রহমান, আস্কর ব্যাপ্টিষ্ট চার্চের পাষ্টর আশিষ হালদার, সম্পাদক রতন সরকার। টিউশনফিশ এবং শাকসবজির বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত নেতৃীবৃন্দকে মূল উদ্দেশ্য অবহিত করেন ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ এর (এফডিসিএস প্রকল্পের) ম্যানেজার তানিয়া মজুমদার।
ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ সূত্রে জানাগেছে, আগৈলঝাড়া উপজেলার পাঁচটি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দরিদ্র মেধাবী ও নবম, দশম, একাদশ, দ্বাদশ, নার্সিং ও ইঞ্জিনিয়ারিং অধ্যায়নরত ১২৭ জন ছাত্র-ছাত্রীদেও লেখাপড়ার খরচ চালিয়ে যাওয়ার জন্য বেতন,ভর্তি পরীক্ষারফিস, ফরমপুরন এর জন্য নগদ অর্থ বিতরণ করা হয়। বিতরণী অনুষ্ঠানে শিক্ষার্থীদের বাড়ির আঙ্গিনায় বিভিন্ন সবজি চাষের জন্য শিক্ষার্থীদের মায়েদের হাতে তুলে দেওয়া হয়েছে লাউ, ঢেঁরস ও পুঁইশাকের বীজ। অনুষ্ঠানে শিক্ষার্থীদের নগদ অর্থ ও শিক্ষার্থীদের অভিভাবকদের সবজীর বীজ প্রদান করেন অতিথিবৃন্দ।