খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনে ও ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে বিএনপি'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষ্যে খাগড়াছড়িতে শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার খাগড়াছড়ি সরকারী কলেজ গেইট থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি ভাস্কর্যে পুস্পমাল্য অর্পন করে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন জেলা বিএনপির নেতাকর্মীরা। এছাড়াও মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয় সমাবেশ। সমাবেশে জেলা বিএনপির সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবসার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রতিষ্ঠার পর থেকে বিএনপি দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা, মানুষের ভোটাধিকার ও অধিকার আদায়ে আন্দোলন করে আসছে। সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো: শোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু সাংগঠনিক সম্পাদক আ: রব রাজাপ প্রমুখ। সমাবেশে নেতারা দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও কর্মপন্থা স্মরণ করে বলেন, বিএনপি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষার আন্দোলনে সর্বদা সক্রিয় ভূমিকা পালন করে যাবে। এসময় জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি এবং অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন। এর আগে দিকসটি উপলক্ষে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতকা উত্তোলন করা হয়।