কোভিড-১৯ প্রকল্পের আওতায় জেলা পর্যায়ে সরকারি সৌকহোল্ডার, সিএসও অংশীদার, ধর্মীয় নেতা, সাংবাদিক, শিক্ষক ও স্থানীয় নেতৃবৃন্দদেয় নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। ২৪ ডিসেম্বর সকাল ১১টায় (এফপিএবি) রংপুর জেলা শাখা কার্যালয়ে সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মইনুল ইসলাম, । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রংপুর জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ সাইফুল ইসলাম । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এফপিএবি রংপুর শাখার সভাপতি মিসেস শারমিন আনাম । সভায় কোভিড-১৯ প্রকল্পের কার্যক্রম সমর্কে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের ম্যাধ্যামে বিগত ০১ মার্চ ২০২২- ডিসেম্বর ২০২৪ পর্যন্ত কার্যতের সচিত্র প্রতিবেদন উপস্থাপন করেন এফপিএবি রংপুর শাখার জেলা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ রকিবুজ্জামান রাকিব। সভায় স্বাগত বক্তব্য রাখেন এফপিএবি রংপুর শাখার আজীবন সদস্য মোঃ শহিদুল আনাম তুহিন, রংপুর কারমাইকেল কলেজের অধ্যাপক (অবঃ) মোঃ মোফাচ্ছের আলী, রংপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক (অবঃ) ও সাংবাদিক মোঃ সিদ্দিকুর রহমান, রংপুর সুলতান মোড় জামে মসজিদেও ইমাম মোঃ আব্দুস সালাম। উপস্থিত অংশ গ্রহণকারীগণ কোভিড-১৯ চলাকালীন এফপিএবি'র কার্যক্রমের প্রশংসা করেন। এবং কার্যক্রন চলমান রাখার জন্য মত প্রকাশ করেন। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা/ প্রতিনিধি, ধর্মীয়নেতা, শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।