পাবনার চাটমোহরে মাদক, কিশোর গ্যাং ও মধুচক্রের সদস্যদের অসামাজিক কর্মকান্ড ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অহরহ ভাইরাল হচ্ছে,বিপধে যাচ্ছে স্কুরগামী শিক্ষার্থীরা। মাদকের ভযঅল ছোবলে বেড়েছে পারিবারিক ও সামাজিক অশান্তি ও বিভেদ।
এ অবস্থায় চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী সামাজিক অবক্ষয় প্রতিরোধে উপজেলা শিক্ষাপ্রতিষ্ঠানের নারী শিক্ষার্থীদের সাথে মতবিনময় করার উদ্যোগ গ্রহণ করেছেন। এ অংশ হিসেবে গত রবিবার (৩১ আগস্ট) চাটমোহর সরকারি আরসিএন এন্ড বিএসএন মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ও চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এবং গতকাল সোমবার (১ সেপ্টেম্বর) অরবিট্ল লিংক স্কুল ও সেন্ট রীটাস হাইস্কুলের নারী শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী বলেন,সামাজিক ব্যাধি থেকে নতুন প্রজন্মকে রক্ষার জন্য সকলের নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। নিজে সচেতন হবো,সন্তানদের সতর্ক করবো,সমাজ ও পরিবারকে নিরাপদে রাখবো। আমাদের দু-একটি কথাও কখনো কখনো সমাজে আমূল পরিবর্তন আনতে পারে।