বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৭তম প্রতিষ্ঠাার্ষিকী উদযাপন উপলক্ষে চাটমোহর উপজেলা ও পৌর বিএনপি সপ্তাহব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ৭টায় দলের আফ্রাতপাড়াস্থ অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পাবনা-৩ আসনে বিএনপি’র দলীয় মনোনয়নপ্রত্যাশী হাসাদুল ইসলাম হীরা। এসময় পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তাইজুলসহ অন্যান্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে,১ সেপ্টেম্বর মসজিদে মসজিদে দোয়া মাহফিল ও আলোচনা সভা,২ সেপ্টেম্বর অসহায়দের মধ্যে খাদ্য বিতরণ,৩ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালী ও জনসভা,৪ সেপ্টেম্বর বৃক্ষরোপন কর্মসূচি,৫ সেপ্টেম্বর প্রতি ফুটবল খেলা ও মাদক,কিশোর গ্যাং ও ইভটিজিং বিরোধি লিফলেট বিতরণ,৬ সেপ্টেম্বর ব্লাড গ্রুপিং,শিক্ষা উপকরণ বিতরণ ও ৩১ দফার লিফলেট বিতরণ,৭ সেপ্টেম্বর ‘দেশের মুকিত সংগ্রামে বিএনপি’র ভূমিকা’ শীর্ষক তথ্যচিত্র প্রদর্শন।
এদিকে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাবেক এমপি কেএম আনোয়ারুল ইসলামের নেতৃত্বাধীন অংশ ও জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি হাসান জাফির তুহিনের নেতৃত্বাধীন অংশ আগামী ৩ সেপ্টেম্বর পৃথক পৃথক কর্মসূচি ঘোষনা করেছে।