ফুলবাড়ীতে প্রতিবন্ধী শিশুদের মাঝে গাছের চারা বিতরণ

এফএনএস (প্রভাষিকা রীতা গুপ্তা; ফুলবাড়ি, দিনাজপুর) : | প্রকাশ: ১ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৩৯ পিএম
ফুলবাড়ীতে প্রতিবন্ধী শিশুদের মাঝে গাছের চারা বিতরণ

‘জুলাই পুনর্জারণ ও তারুণ্যের উৎসব-২০২৫’ উদযাপন উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ীতে বেসিক অসিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের মাঝে আজ সোমবার (১ সেপ্টেম্বর) গাছের চারা বিরতণ করা হয়েছে। সেবরাকারি সংস্থা বেসিকের উদ্যোগে বেলা ১১ টায় ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের গঙ্গাপ্রসাদ এলাকার বেসিক অসিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে গাছের চারা রোপণ করা হয়। 

এ সময় আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের দাতা সদস্য মো. আফজাল হোসেন সরকার। এতে বক্তব্য রাখেন সেবরাকারি সংস্থা বেসিকের নির্বাহী পরিচালক ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র সরকার।

আলোচনা শেষে উপস্থিত প্রতিবন্ধী শিশু শিক্ষার্থী ও অভিভাবকের মধ্যে প্রত্যেককে একটি করে মেহগিনি ও একটি করে দেশি নিম গাছের চারা বিতরণ করা হয়। একই সঙ্গে বিদ্যালয় মাঝে একটি দেশি নিম গাছ ও একটি মেহগিনি গাছের চারা রোপণ করা হয়। শেষে প্রতিবন্ধী শিশু শিক্ষার্থীদের পরিবেশনায় নাচ, গান ও আবৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রতিবন্ধী শিশু শিক্ষার্থী ও তাদের অভিভাবকসহ এলাকার বিভিন্ন শ্রেণি ও পেশার সুধিজন উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে