দৌলতখানে বিএনপি'র প্রতিষ্ঠাবার্ষিকী

এফএনএস (আবুল খায়ের; দৌলতখান, ভোলা) :
| আপডেট: ১ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০৩ পিএম | প্রকাশ: ১ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৪৮ পিএম
দৌলতখানে বিএনপি'র প্রতিষ্ঠাবার্ষিকী

ভোলার দৌলতখানে বিএনপি'র প্রতিষ্ঠা বার্ষিকী  পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা দলীয় অফিসে সকাল সাতটায় দলীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে পতাকা  উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কার্যক্রম শুরু করা হয়। পরে দলীয় অফিসে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেন তালুকদারের সভাপতিত্বে আয়োজিত প্রতিষ্ঠা  বার্ষিকী  অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহ-সভাপতি নিজাম উদ্দিন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মাহবুব মোর্শেদ কুট্রি, উপজেলা যুবদলের আহবায়ক মশিউর রহমান লিটন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহসভাপতি গোলাম কবির স্বপন, সাংগঠনিক সম্পাদক জুয়েল তালুকদার,  দপ্তর  সম্পাদক জসিমউদদীন মাস্টার, পৌর বিএনপি 'র সহসভাপতি আবুল বসির কমিশনার, সাধারণ সম্পাদক গোলাম আজম পলিন, কামাল কাজী প্রমুখ। অনুষ্ঠানে অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন যুবদলের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম জহির। 

আপনার জেলার সংবাদ পড়তে