ভক্তদের সঙ্গে দারুণ কিছু মুহূর্ত শেয়ার করলেন সিডনি

এফএনএস বিনোদন | প্রকাশ: ১ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:২৪ পিএম
ভক্তদের সঙ্গে দারুণ কিছু মুহূর্ত শেয়ার করলেন সিডনি

ইউফোরিয়া তারকা সিডনি সুইনি ব্যক্তিগত জীবনের কিছু দারুণ মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন, যা তার সাম্প্রতিক জিনস বিতর্কের আবহ থেকে একেবারেই আলাদা। ২৭ বছর বয়সি এ অভিনেত্রী গত রোববার ইনস্টাগ্রামে তার জার্মান শেফার্ড কুকুর স্কালির নতুন কিছু আদুরে ছবি প্রকাশ করেন। ছোট্ট পাপুর মতো প্রথম যেদিন তিনি স্কালিকে পরিচয় করিয়েছিলেন, আজ সে অনেক বড় হয়ে গেছে। ছবিগুলোতে দেখা যাচ্ছে স্কালি বাইরে বসে আছে, জিহ্বা বের করে মুখ মুচকি হাসি এবং মুগ্ধতা ছড়ানো চোখে তাকিয়ে আছে। অনুরাগীরাও খুশি হলেন সিডনির ব্যক্তিগত জীবনের বিরল এক ঝলকে। গত কিছুদিন ধরে ব্যক্তিগত জীবন গোপন রাখছেন সিডনি। তাই এ ধরনের ভিন্নধর্মী আপডেটে ভক্তরা সোশ্যাল মিডিয়ায় বেশ উৎসাহ প্রকাশ করেছেন। সিডনির এই পোস্ট প্রকাশের কয়েক দিন আগেই জনপ্রিয় সংগীত ম্যানেজার স্কুটার ব্রাউনের (৪৪) সঙ্গে তার প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। দ্য স্টার জানায়, ব্রাউন তার বন্ধুদের সঙ্গে এ সম্পর্কে কথা শেয়ার করেছেন। তবে সিডনি এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি। এছাড়াও সম্প্রতি আমেরিকান ঈগল ব্র্যান্ডের নতুন ক্যাম্পেইন নিয়ে বিতর্ক ছিল তুঙ্গে। ব্র্যান্ডটির শরৎকালীন সংগ্রহ প্রচার করতে ব্যবহৃত ক্যাম্পেইনের স্লোগান ছিল, ‘সিডনি সুইনির দারুণ জিন্স’, যা ছিল ‘দারুণ জিন’ শব্দযুগল নিয়ে অনেকটা কৌতুকের মত। অনলাইনে অনেকেই এই শব্দচয়ন নিয়ে ব্যাপক সমালোচনা করেন। এমনকি একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, ওই স্লোগানের ‘মবহবং’ শব্দটি ক্রস আউট করে ‘লবধহং’ শব্দটি বসানো হয়েছে এবং সুইনি তার সামনে দাঁড়িয়ে আছেন। এই বিতর্কের পর আমেরিকান ঈগল জানায়, ‘সিডনি সুইনির দারুণ জিন্স’ ক্যাম্পেইনটি শুধু জিন্সের ওপরেই কেন্দ্রীভূত। তার জিন্স, তার গল্প। আমরা সবাইকে উৎসাহ দেবো যেন তারা নিজেদের মতো করে আমেরিকান ঈগলের জিন্স পরিধান করে আত্মবিশ্বাসী হন। ভালো জিন্সে সবাইকেই ভালো দেখায়’।

আপনার জেলার সংবাদ পড়তে