সুনামগঞ্জে কেন্দ্রীয় বাস টার্মিনাল উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন করেছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে সুনামগঞ্জ নতুন বাসস্ট্যান্ড প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়। জেলা পরিষদের অর্থায়নে উন্নয়ন কাজটি বাস্তবায়ন করছে মেসার্স রোহান এন্টারপ্রাইজ।
উদ্বোধনকালে জেলা প্রশাসক ড. ইলিয়াস মিয়া বলেন, “সুনামগঞ্জে আজ একটি ভালো কাজের শুভসূচনা হলো। আমরা আশা করি, ঢাকার বাসগুলো আর এলোমেলোভাবে রাস্তায় রাখা হবে না। এই বাস টার্মিনালটি চালু হলে শহরের যানজট অনেকটাই কমে আসবে। টার্মিনালের সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করছি।”
এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজাউল করিম, জেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এড, মঈন উদ্দিন মল্লিল সোহেল, এডভোকেট শেরেনুর আলী, সুনামগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী আশরাফুল ইসলাম কয়েস, জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, বিএনপি নেতা মুর্শেদ আলম, জুয়েল মিয়া , পৌরসভার একান্টস অফিসার সন্তোষ কুমার দাস। উল্লেখ্য ২০২৪- ২০২৫ অর্থবছরের জেলা পরিষদের বাস্তবায়নে ৮৮,০৪, ২১৪ টাকা পরিকল্পিত ব্যয়ে কাজটি করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান রুহান এন্টারপ্রাইজ। উদ্বোধনী বক্তব্য শেষে জেলা প্রশাসক অতিথিদের সঙ্গে নিয়ে নতুন বাসস্ট্যান্ড এলাকা পরিদর্শন করেন।