পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শেরপুর জেলা শাখার আয়োজনে বিভিন্ন মাদরাসা, স্কুল ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে শেরপুরের মোজাদ্দিদে আলফে সানী (রহঃ) মাদরাসা প্রাঙ্গনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় কুরআন তেলাওয়াত, হামদ, নাত, ইসলামী কবিতা আবৃত্তি ও বক্তৃতায় বিভিন্ন মাদরাসা, স্কুল ও কলেজের ১৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শেরপুর জেলা শাখার সভাপতি মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্র কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মো. শাহাদাৎ হোসেন জাকির। প্রধান বক্তা ছিলেন যুবসেনার শেরপুর জেলা শাখার মো. মুখলেছুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক
মাওলানা মো. গোলাম কাদের কিবরিয়া। বক্তব্য রাখেন ইসলামী ছাত্রসেনার সাবেক জেলা সভাপতি আজাদ আলী, শিক্ষক নেতা সাইফুল ইসলাম রানু, হাফেজ মাওলানা জাকির হোসেন প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আহমাদ জুবায়ের কাদেরী।