চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ২ুটি হুইলচেয়ার ও ৫টি বৈদ্যুতিক সিলিংফ্যান প্রদান করা হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীদের ভোগান্তি লাঘবে এসব সামগ্রী প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল পৌর আমীর মনিরুল ইসলাম। ১ সেপ্টেম্বর (সোমবার) বেলা সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান এর হাতে এসব সামগ্রী তুলে দেন তিনি। এসময় উপস্থিত ছিলেন, মেডিকেল অফিসার আব্দুস সামাদ, জামায়াতে ইসলামী নাচোল পৌর শাখার নায়েবে আমীর ডাঃ রফিকুল ইসলামসহ অন্যরা।