মুলাদীতে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যাক্তিদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় মুলাদী পৌরসভার এলাহি বক্স মুন্সীর বাড়ির সামনে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। বেসরকারি সংস্থা মাদার্স অফ ডিজেবল চাইল্ড (এমডিসি) এর উদ্যোগে উপজেলার দুই শতাধিক বিশেষ চাহিদা সম্পন্নদের মাঝে কম্বল দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন, মাদার্স অফ ডিজেবল চাইল্ডের প্রতিষ্ঠাতা তানজিলা সিদ্দিকী। প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিজাম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. সাইয়েদুর রহমান, সমবায় কর্মকর্তা শেখ আল মামুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহারিন আফরোজ, পৌর বিএনপির আহ্বায়ক এনামুল হক ইনু, নারী উদ্যোক্তা শ্রাবনী আক্তার নিপা, উপজেলা জাতীয় ইমাম সমিতির সাধারণ সম্পাদক মুফতি রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদল আহ্বায়ক মহিউদ্দিন ঢালী প্রমুখ।