শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামীসহ দুইজনকে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, আজ মঙ্গলবার শ্রীমঙ্গল থানার এসআই সজিব চৌধুরী ও এএসআই নজরুর ইসলামসহ পুলিশের একটি টিম শ্রীমঙ্গল থানা এলাকায় অভিযান পরিচালনা করে ২ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ১ হাজার টাকা অর্থদন্ড আনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত আসামী তানভীর হোসেন ইসলাম ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী সাকিব মিয়া (২৬) কে গ্রেফতার করেন। এদের উভয়ের বাড়ি শ্রীমঙ্গল উপজেলায়।
গ্রেফতারকৃত আসামীদ্বয়কে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।