পাবনার চাটমোহর পৌর সদরের ছোট শালিখা মহল্লার কুখ্যাত মাদক ব্যবসায়ী,একাধিক মাদক মামলার আসামি সাথী খাতুন (৩২) কে আটক করেছে চাটমোহর থানা পুলিশ। সোমবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত আটটার দিকে তার নিজ বাড়ি থেকে পুলিশ সাথীকে আটক করে এ সময় তার ঘরে সংরক্ষিত ২০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। সাথী খাতুন ওই এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী আসাদুল ইসলামের স্ত্রী।
থানা পুলিশ জানায়,মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাথী খাতুনকে আটক করা হয়। সার্থী পঙ্গু হয়েও মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে দীর্ঘদিন ধরে। ইতোপূর্বে সে একাধিকবার জেল খেটেছে। আটকের পর সাথীর দেওয়া তথ্য অনুযায়ী তার ঘরে গোপনে রাখা ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ব্যাপারে চাটমোহর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। মঙ্গলবার সাথী খাতুনকে আদালতের মাধ্যমে পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুরুল অঅলম সাথীকে আটক ও গাঁজা জব্দ করার বিষয়টি নিশ্চিত করেছেন।