বাগমারায় জামায়াত ইসলামীর কর্মীসভা

এফএনএস (মো: হেলাল উদ্দীন; বাগমারা, রাজশাহী) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ২৯ নভেম্বর, ২০২৪, ০৪:৪০ এএম
বাগমারায় জামায়াত ইসলামীর কর্মীসভা

রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগন্জ পৌরসভায় জামায়াত ইসলামী বাংলাদেশের আয়োজনে কর্মী সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেলে ভবানীগন্জ শিশু ও শিল্পকলা একাডেমী মিলনায়তনে কর্মী সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জামায়াত ইসলামী  ভবানীগঞ্জ শাখা। বাংলাদেশ জামায়াত ইসলামী ভবানীগঞ্জ পৌরসভা শাখার সভাপতি আশরাফুল ইসলাম আশিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা শাখার শুরা ও কর্ম পরিষদ সদস্য আবদুল আহাদ কবিরাজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের বাগমারা উপজেলা শাখার আমির কামরুজ্জামান হারুন।  অন্যান্য মধ্যে বক্তব্য দেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা শাখার শুরা ও কর্ম পরিষদ সদস্য অধ্যাপক সিরাজুল ইসলাম। সভাশেষে আগামী দুই বছরের জন্য নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে