পিএসসির চাকরির পরীক্ষায় প্রতারণার মূল হোতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
| আপডেট: ২ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:২৮ পিএম | প্রকাশ: ২ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:২৮ পিএম
পিএসসির চাকরির পরীক্ষায় প্রতারণার মূল হোতা গ্রেপ্তার

বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)-এর নন-ক্যাডার চাকরির পরীক্ষায় ৯০ শতাংশ কমন সাজেশন দেওয়ার নাম করে সাধারণ চাকরি প্রত্যাশীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে চক্রের মূল হোতাকে গ্রেপ্তার করেছে সিআইডি। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এই তথ্য জানিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে আজ প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়েছিল। তবে তা স্থগিত করা হয়েছে। নতুন করে প্রেস কনফারেন্স আগামীকাল বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর মালিবাগে সিআইডির হেড কোয়ার্টার্সের মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত হবে।

সিআইডি সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে পিএসসির পরীক্ষায় চাকরি প্রত্যাশীদের সঙ্গে প্রতারণা চালাচ্ছিল। প্রাথমিক অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী, তিনি বিভিন্ন মাধ্যমের মাধ্যমে সাধারণ পরীক্ষার্থীদের কাছ থেকে বড় অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছেন এবং কমন সাজেশন দেওয়ার প্রলোভন দেখিয়েছেন।

চলমান এই মামলায় আরও তদন্ত চলমান রয়েছে এবং সিআইডি আশা করছে, প্রাথমিক খুঁজে পাওয়া তথ্য ও প্রমাণের ভিত্তিতে শিগগিরই চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তার করা সম্ভব হবে।

আপনার জেলার সংবাদ পড়তে