ফুলবাড়িয়ায় মাদকসহ ব্যবসায়ি আটক

এফএনএস (মোঃ আসাদুজ্জামান আসাদ; ফুলবাড়িয়া, ময়মনসিংহ) : | প্রকাশ: ২ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:৫৪ পিএম
ফুলবাড়িয়ায় মাদকসহ ব্যবসায়ি আটক

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মাদক ব্যবসার সাথে জড়িত এক মাদক কারবারিকে ইয়াবাসহ আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সদরের আছিমগামী সিএনজি স্টেশন থেকে এসআই ফিরোজ মিয়া ও এ এস আই মোহাম্মদ ইমদাদুল হক সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ি মো. আঃ আওয়াল (৪৭) কে ৫০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করেন। গ্রেপ্তারকৃত উপজেলার এনায়েতপুর ইউনিয়নের রাজঘাট এলাকার শাহাবুদ্দিন এর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছেন। ইতিপূর্বেও তিনি মাদক মামলায় গ্রেপ্তার হয়েছিলেন।

স্থানীয়রা জানান, আওয়াল এলাকার একজন চিহ্নিত মাদকসেবী ও ব্যবসায়ি। অপকর্মে অতিষ্ট হয়ে তার পরিবারের লোকজন তাকে বাড়িছাড়া করে দিছেন। সে বর্তমানে স্থানীয় আছিম বাজারে বাসা ভাড়া নিয়ে থাকে। ষেখান থেকেই মাদক ব্যবসা পরিচালনা করে যুব সমাজকে নষ্ট করতেছে।

এ বিষয়ে ফুলবাড়িয়া থানার ওসি মোহাম্মদ রুকনুজ্জামান বলেন, মাদক বিরোধী অভিযানে আটক মাদক ব্যবসায়িকে সকালে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে