বাঘায় পদ্মার চরে বন্যায় ক্ষতিগ্রস্থ ২০০টি পরিবারকে অর্থ প্রদান

আমানুল হক আমান; বাঘা, রাজশাহী | প্রকাশ: ২ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:৫৭ পিএম
বাঘায় পদ্মার চরে বন্যায় ক্ষতিগ্রস্থ ২০০টি পরিবারকে অর্থ প্রদান
রাজশাহীর বাঘায় পদ্মার চরে বন্যায় ক্ষতিগ্রস্থ ২০০টি পরিবারকে অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা হলরুমে স্টার্ট ফান্ড বাংলাদেশের সহায়তায় কারিতাস এর আয়োজনে এ অর্থ প্রদান করা হয়। অর্থ প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চকরাজাপুর ইউপি প্রসাশক তরিকুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার। কারিতাস রাজশাহী অঞ্চলের প্রকল্প ম্যানজার এসএম জিল্লুর রহমানের পরিচলানায় বক্তব্য রাখেন চকরাজাপরি ইউপি সদস্য শহিদুল ইসলাম, লক্ষী নগর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মুজিবার রহমান, বাঘা প্রেসক্লাবের আহবায়ক আবদুল লতিফ মিঞা প্রমুখ। জানা গেছে, দুই সপ্তাহ আগে ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে পদ্মা নদীর পানি বৃদ্ধিতে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার পাঁচটি উপজেলায় ৫৪ হাজার ৬০০ শতাধিক মানুষ ও ১৩ হাজার পরিবার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়। এছাড়া ৭০০ হেক্টর কৃষিজমি সম্পূর্ণভাবে ধ্বংস হয়। এতে দুই সপ্তাহ যাবত পরিবারগুলো বাড়িঘর ও সম্পদ এবং গবাদিপশু নিয়ে পানিন্দি হয়ে মারাত্মক দুর্ভোগে পড়ে। এরমধ্যে বাঘা উপজেলার পদ্মার মধ্যে চকরাজাপুর ইউনিয়নের ১৫টি চরের ২০০টি ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তা প্রদান করা হয়। ক্ষতিগ্রস্থ প্রতিটি পরিবারকে ৬ হাজার নগদ অর্থ, জরুরি হাইজিন কীট এবং জরুরি সুরক্ষা এনএফআই (নন ফুড আইটেম) প্রদান করা হয়। এরমধ্যে হাইজিন কিটের মধ্যে ছিল ঢাকনাসহ প্লাস্টিকের বালতি ১টি, সাবান ৪টি, গুঁড়া সাবান ২ প্যাকেট, স্যানিটারি ন্যাপকিন ১ প্যাকেট, প্লাস্টিক মগ ১টি এবং ওআরএস ১০টি। এ বিষয়ে কারিতাস রাজশাহী অঞ্চলের প্রকল্প ম্যানজার এসএম জিল্লুর রহমান বলেন, বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের ১৫টি চরে সপ্তাহ ব্যাপি জরিপ করে দুই শতাধিক পরিবার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়। এতে সহায়তা প্রদান করা হয়েছে। তবে কারিতাস এ ধরনের জরুরি সহায়তার মাধ্যমে দুর্যোগে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে থেকে পুনর্বাসন ও পুনর্গঠনের কাজে অগ্রণী ভূমিকা রেখে চলেছে। এছাড়া ২০০টি পরিবার থেকে মোবাইলে জরিপের মাধ্যমে ৮০ পরিবারকে জরুরি শেল্টার এনএফআই সহায়তা দেওয়া হয়।
আপনার জেলার সংবাদ পড়তে