পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা ব্যাহত

এফএনএস (মোঃ আব্দুল হাই; পাঁচবিবি, জয়পুর হাট) : : | প্রকাশ: ২৪ ডিসেম্বর, ২০২৪, ১০:০৮ পিএম : | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম
পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা ব্যাহত

 ২৫ ডিসেম্বর, জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকটের কারণে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। রুগিরা প্রয়োজনীয় সেবা পাচ্ছেনা। 

১৯৭৩ সালে পাঁচবিবি উপজেলা সদর থেকে ৪ কি:মি পূর্বদিকে মহিপুর গ্রামে ১১ একর ১৬ শতাংশ জমির উপর স্বাস্থ্য কমপ্লেক্সটি স্থাপন করেন, প্রয়াত দেশবরেণ্য রাজনীতিবিদ মৌলানা ভাসানী। এক সময় এ স্বাস্থ্য কমপ্লেক্সটির যথেষ্ট সুনাম ছিল। এখন এই হাসপাতালটি জনবল সংকটে ভুগছে।

উপজেলার আড়াই লক্ষ মানুষের চিকিৎসা সেবায় নিয়োজিত স্বাস্থ্য কমপ্লেক্সে বহির্বিভাগে প্রতিদিন গড়ে ৩০০-৪০০ রোগী স্বাস্থ্য সেবা নিতে আসে। জনবল সংকটের কারণে কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে উপজেলাবাসী। অনেকটা খুড়িয়ে খুড়িয়ে চলছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি। ৫০ শয্যবিশিষ্ট হাসপাতালটিতে জুনিয়র কনসালটেন্ট পদে ১১ জনের মধ্যে রয়েছে ৪ জন। মেডিকেল অফিসার পদে ১৫ জনের মধ্যে রয়েছে ৫ জন। আবাসিক মেডিকেল অফিসার পদে ১ জন থাকার কথা থাকলেও পদটি শূন্য রয়েছে। তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী পদে ১১০ জনের মধ্যে রয়েছে ৪৭ জন। চিকিৎসক সংকট থাকার পরও এই হাসপাতালে নিয়োগ প্রাপ্ত সার্জারী বিভাগে ১ জন। অ্যানেসথেসিয়া বিভাগে ১ জন, কার্ডিওলজি বিভাগে ১ জন ও গাইনি বিভাগে ১ জন চিকিৎসককে ডেপুটিশনে অন্য হাসপাতালে পাঠানো হয়েছে। দন্ত বিভাগ থাকলেও মেশিন নষ্ট। প্রয়োজনীয় জনবল না থাকায় শিয়ারিংয়ের মাধ্যমে সপ্তাহে ১ দিন সিজার, ২ সপ্তাহ পর ১ দিন সার্জারি করা হয়। অধিকাংশ রোগীকে অন্যত্র রেফার্ড করা হয়। এ্যাম্বুলেন্সটি শুধু জয়পুরহাট সদর হাসপাতালে রোগী আনা নেয়া করে থাকে। জ্বালানী সংকটের কারণে দূরে রোগী বহন করা হয় না।

দানেজপুর গ্রামের আলীম আলরাজী বলেন, আমার ভাগ্নের টিন দিয়ে পা কেটে গেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জয়পুরহাট সদর হাসপাতালে পাঠিয়ে দেন।

পাঁচবিবি বাজারের আবুল কালাম বলেন, আমার নাতিকে একবার জ্বর এবং আরও একবার ডায়েরিয়ার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দুই বারই তারা জয়পুরহাট সদর হাসপাতালে পাঠিয়ে দেন। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তরুন কুমার পাল বলেন, জনবল সংকটের বিষয়টি ঊর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। চিকিৎসকদের ডিউটি বৃদ্ধি করার পাশাপাশি তিনি নিজেও রোগী দেখছেন বলে জানান।


0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে