কৃষকের বাড়িতে ডাকাতি: ছাগল, চাল-ডাল, কাপড়-চোপর লুট

এফএনএস (রওশন জাহান; মহাদেবপুর, নওগাঁ) : | প্রকাশ: ২ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৪২ পিএম
কৃষকের বাড়িতে ডাকাতি: ছাগল, চাল-ডাল, কাপড়-চোপর লুট

নওগাঁর মহাদেবপুরে গভীর রাতে কৃষকের বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে দড়ি দিয়ে বেধে রেখে প্রায় ১০ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ভোর ৩টার দিকে উপজেলার ভীমপুর ইউনিয়নের রাণীপুকুর বাজার সংলগ্ন ভীমপুর গ্রামে ডাকাতির এ ঘটনা ঘটে।

ওইগ্রামের মোহাম্মদ আলীর ছেলে আব্দুল হামিদ জানান, ৮-১০ জনের একদল ডাকাত দরজা ভেঙ্গে বাড়ির ভীতরে ঢুকে দেশীয় অস্ত্রের মুখে বাড়ির লোকজনদের দড়ি দিয়ে বেধে রাখে। এরপর বাড়ির বিভিন্ন স্থান থেকে একটি ডিসকোভার মোটরসাইকেল, ট্রাংক ভেঙ্গে মালামাল তছনছ করে নগদ ৮০ হাজার টাকা, সাড়ে ৪ ভরি ওজনের স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন, ছাগল, চাল-ডাল ও কাপড়-চোপড়সহ ১০ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। 

ওই এলাকায় অবস্থিত নওহাটা মোড় চৌমাসিয়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই আকবর আলী জানান, তিনি নিজে এবং মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল ও মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সন্ধ্যা পর্যন্ত এব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

আপনার জেলার সংবাদ পড়তে