বগুড়ার শেরপুরে যুবলীগ নেতা মো. মাহফুজুর রহমান মনিরকে আটক করেছে পুলিশ। ২ সেপ্টেম্বর সোমবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার শালফা এলাকা থেকে তাকে আটক করা হয়।
জানা যায়, ২০২৩ সালের ১৫ নভেম্বর বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শেরপুর বাসস্ট্যান্ডের খেজুরতলা এলাকায় একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। অভিযোগ রয়েছে, ওই মিছিলে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা হামলা চালিয়ে ককটেল বিস্ফোরণ ঘটায় এবং বিএনপির দলীয় কার্যালয়ে ভাঙচুর চালিয়ে প্রায় এক লাখ টাকার ক্ষতি সাধন করে।
এই ঘটনার প্রেক্ষিতে ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু শেরপুর থানায় মামলা দায়ের করেন। সেই মামলার তদন্তে যুবলীগ নেতা মাহফুজুর রহমান মনিরের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ার দাবি করেছে পুলিশ।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাকে কোর্টে হাজির করা হবে এবং পরবর্তী নির্দেশনা অনুযায়ী জেলহাজতে পাঠানো হবে।